আস্তিনে দু-চোখ চেপে ভাবতে বসেছি।
আমি তো এসেছি এক স্বপ্ন থেকে,
সেই স্বপ্ন বিবর্ণ জীবন এঁকে জল রঙে
তৃপ্ত ছিল। মাটির ঘর, অথচ তার মাঝে অন্তরিক্ষ এক অন্তর। ছোট ছোট চাওয়া, অল্প কিছু পাওয়া
আর না পাওয়ার মাঝে হারিয়ে যাওয়া
একটি জীবন, সে আমার পিতা।
কোনদিন করেনি হরণ আমার স্বাধীনতা।
সেই অতৃপ্ত মন যে ছবি এঁকেছে একদা
উবে গেছে তা কালের বিবর্তনে।
সেই স্বপ্ন নির্জনে বয়ে বেড়ানোর অঙ্গিকার
স্বেচ্ছায় কাঁধে নিয়ে-
প্রত্যাশা পূরণের প্রয়াস ছিল প্রাণান্ত।
আমিও অভিশ্রান্ত তাই এঁকে গেছি ছবি-
তেল রঙে, আমিও গেঁথেছি কিছু কথা।
কখনও যথার্থ হয়েছে, কখনও বা হয়েছে তা বৃথা।
কোন প্রত্যাশা নেই প্রজন্মের কাছে।
যে স্বপ্নের মশাল আমার আছে,
তা আমারই থাক।
সম্পূর্ণ মুক্ত তুমি সব দায় হতে।
তোমার সোনার রথে যেতে পার পৃথিবীর যে কোন প্রান্তে। ডানা মেলে উন্মুক্ত আকাশ হতে নিতে পার সূর্যের তাপ।
দিতে পার কিছু উত্তাপ স্বপ্ন বিনির্মাণে
অভাজনে। সবকিছু একান্ত তোমার।
উত্তারাধিকার হতে নিয়ে আসা চেতনার
এখানেই ইতি হোক।
তুমি হও অন্য কেউ, অন্য কোন লোক।