কথা যদি ক্ষুরের মতই হয়,
জয় করা যায় না হৃদয়।
শুধুই রক্ত ক্ষরণ।
কী প্রয়োজন প্রয়োগ করা ধার?
হৃৎপিণ্ডে থাকে না তো হাড়,
শুধু শুধুই মরন?
দুইটি মনের সাঁকো গড়া কষ্ট,
পলকেই হতে পারে নষ্ট,
যদি না যতন থাকে।
সব খনিতে স্বর্ণ-হীরা কি মিলে?
বৃষ্টি কণায় সূর্য ঐ নীলে-
রংধনু রঙ আঁকে।
মনের ভাষা বুঝা যদি না যায়,
বহু দিন বহু অপেক্ষায়,
অবোধ্য রয়ে যাবে।
হাতের 'পরে হাতটা রাখা গেলে,
কভু কি মনের ছোঁয়া মেলে?
হৃদয় নাগাল পাবে?