মন,
তুই কার করিস্ অন্বেষণ?
এখন গভীর রাত,
সবাই ঘুমের ঘোরে স্বপ্নে বিভোর।
কি হয়েছে তোর?
কেন তন্ময়?
এখনো কি মনে পড়ে-
থরে থরে সাজানো সবুজের মাঠ,
ভোরের স্নিগ্ধতা, শীতল বাতাস!
তোর, বড়ো ভুলো মন,
ভুলে যাস্ নিজের ওজন।
মন,
চেয়ে দেখ দিগন্ত রেখা,
হাত বাড়ালেই পাবি দেখা-
ওপারের বন।
এখন পেছনে ফেরা নির্ঘাত পতন
খাদের গভীরে।
সবাই ছুটেছে চলে সম্মুখ পানে।
কার টানে ফিরে যাবি,
কে আছে পেছনে?
মন,
কে তোকে করছে যতন?
কি এমন পণ?
আসলে কি কেউ আছে পেছনের বনে?
কারো মনে তোর ছবি হয়েছে কি আঁকা?
মনের গভীরে রাখা বঞ্চিত বাসনা
ব্যক্ত কি করেছে কখনো?
মন,
চল, ফিরে চল।
তাকে গিয়ে বল-
আত্মবিশ্বাস নিয়ে উঠে দাঁড়াতে।
হাতে হাত রেখে  এগিয়ে যেতে
আলোর গতিতে সম্মুখ পানে।
মন,
রাত বুঝি শেষ হয়ে যায়।
আর নয় বিলম্ব কোন প্রতিক্ষায়।

হেমসেন লেন, চট্টগ্রাম।
১৩ অগাস্ট ২০২০ খ্রি.
ভোর ৪.৪৭ মিনিট।