দীপ্তা তোমার কি ক্ষতি করেছি,
আমার পৃথিবী চুরমার করে দিলে?
কোন জন্মে ভেঙ্গেছি তোমার ঘর?
এ'জন্মে এসে নির্মম শোধ নিলে?
শান্ত সাগরে সুনামি হয়ে
রেখে গেলে বালুচর
সবুজের 'পর। আমার বিরানভূমি-
শস্যের ক্ষেত, ফুলের বাগান,
পাখিদের গান, স্বচ্ছ সুপেয় জল
ধ্বংস সকল। মেঘে ঢাকা পড়ে আছে
প্রিয় নীলাকাশ।
তৃষ্ণা মেটাতে আজ
মেঘকন্যার কাছে হাতপাতি।
জনমানবহীন এই প্রান্তরে
দীর্ঘ অমাবস্যা রাত।
তুমি কি বলতে পার?
কত যুগ পরে হবে আমার প্রভাত।
সেই সূর্যালোকে
মুখোমুখি হতে চাই আবারও তোমার।
অনেক প্রশ্ন দীপ্তা-
রয়ে গেছে অন্তরে আমার।