চলে যেতে হবে জানি।
তোমরা যে যাবে এ'কথা জানো না।
তাই তো মানো না ধ্রুব কোন বাণী।
জানি বলেই খুঁজে নিতে চাই জীবনের নির্যাস,
তোমরা খুঁজো না।
জানি বলেই সময়ের স্রোত থেকে সযত্নে কুড়িয়ে নিই শস্য কণা।
এক বুক আশা নিয়ে বপন করি চেতনার পরতে পরতে।
কখনো প্রতিকূল বর্ষনে ভেসে যায়,
কখনো হারায় শিলাবৃষ্টিতে।
আমি সৃষ্টিতে পাগল হয়ে আবারো নামি বিধ্বস্ত ভূমিতে।
আবারো মাটি কর্ষণ, চারা রোপন,
আগাছায় দিতে হয় নিড়ানি।
এত কষ্টের পরে ঘরে তোলা সোনালী ফসল
আমি তো আমার করে রাখিনি।
তবু কারো মুখে সন্তোষ দেখিনি।
আমি জানি চলে যেতে হবে।
চলে যাবার আগে সব কিছু বিলিয়ে দিয়েছি।
বিনিময়ে কিছু কি নিয়েছি?
মনে তো পড়ে না।
ভেবে দেখো কতদিন আকাশ দেখি না,
জ্যোৎস্নার রূপালী আভা গায়ে মাখি না।
কখন ফুল ফুটে, কখন ঝরে যায়,
কখন সূর্য উঠে, পাখিরা গান গায়,
পৃথিবী ঘুরে আসে সূর্যের চারপাশে
জানতে পারি না।
এবার বৃত্ত ভেঙ্গে বাইরে যাব
সীমানা ডিঙিয়ে আমি নিজেকে হারাব
তার আগে পরিশোধ আছে যত দায়
তারপর হাসি মুখে বলব বিদায়।