তোমাদের পদ চিহ্নে পা রেখে-
কত পথ পাড়ি দিয়ে এখানে এসেছি,
হিসাব রাখিনি;
আমি শুধু ছায়ার মতন, অনুসরণ করে গেছি,
আর ক্লান্ত হয়েছি।
শ্রাবণের কোন এক ঘোর বর্ষণে,
উপড়ানো বৃক্ষের মত পাহাড় শীর্ষ থেকে নেমে
প্রবল স্রোতের টানে কত দূর ভেসে গেছি,
কখনো ভাবিনি।
কিংবা ভাবিনি আমি-
লক্ষ কোটি আলোকবর্ষ দূরে
কোন এক গ্রহচ্যুত গ্রহাণুর মত
মহাশূন্যে ক্ষয়ে ক্ষয়ে,
পৃথিবীর কক্ষপথে চক্কর খেতে খেতে
মনে হলো ফিরে যেতে হবে।
কেন এই নিরন্তর চলা?
কেন নিজের প্রতি এত অবহেলা?
কখনো নিজেকে নিজে জিজ্ঞেস করিনি।
এই অবেলায়-
শত প্রতিকূলতায় আমাকে ফিরতে হবে।
আমাকে ফিরতে হবে-
আমার প্রথম রাখা পদচিহ্নের কাছে,
পাহাড় শীর্ষের বিধ্বস্ত ভূমির কাছে,
নাড়ি ছেঁড়া প্রিয় সেই গ্রহটির কাছে।