বেলা যে পড়ে এলো
এবার বন্ধু চোখ খোলো
নিবু নিবু সন্ধ্যাদীপ
চেতনার দীপ জ্বালো।

করিয়া মরণপণ
করেছো যা আজীবন
বিত্ত-বৈভব রাশি
নিকট আত্মীয়জন।

সর্বস্ব থেকে যাবে
চিতায় যাবে তুমি
আর কর্মের প্রতিকর্ম
সঙ্গে অন্তর্যামী।

যাবার বেলায় তবু
ভক্তিরস ঢেলে
একবার শুধু তাকে
দেখো চোখ মেলে।

কণা মাত্র কৃপা যদি
তুমি পেয়ে যাও
ভিড়াবে সে ত্রাণতরী
তাতে উঠে যাও।