কত কথা কথকতা
আজীবন বলে গেছি
হল কোথা তব কথা
অকথায় ডুবে আছি।

কত শত বার ব্রত
করে গেছি অবিরত
সে সাধনা হল কই
যাতে হই অভিব্রত।

উপদেশ শুনিয়েছি
শুণে গেছি কত বাণী
সে পাঠ পড়েছি কই
যাতে হই পরাজ্ঞানী।

কত কাজ করে গেছি
করিয়েছি কত কাজ
সে কাজ করিনি আজো
যাতে লভি মনোরাজ।