মোর অঙ্গে অঙ্গে রঙ্গে বিভাসে
তব বিভঙ্গ রূপ
কভু বা কোমল কভু বা কঠোর
মরি কিবা অপরূপ।
মধুর অধরে মধুর সে হাসি
স্বননে সুধার সরিতা
ধূলির ধরণী কনকোজ্জ্বল
মননে দিব্য বারতা।
এসো এসো আজ এসো মনোরাজ
ভুলো যত লীলা খেলা
উতলা চিত্ত বড়ই অধীর
বহে যায় মাধু বেলা।
হে পরাণ বঁধু জানি চাও শুধু
মননের অমৃত
বিলাও সবারে আনন্দধারা
স্বর্গের সম্বিৎ।