পৃথিবী অসুস্থ আজ।
পৃথিবীর গায়ে জ্বর, ভয়ঙ্কর
পৃথিবীর চোখে জল, অবিরল
অঙ্গে অঙ্গে তার অসহ্য ব্যথা।
পৃথিবী ভালো নেই, একেবারেই
তার মালঞ্চে নেই ফুল, অলিকুল
চারিদিকে শ্মশানের নিস্তব্ধতা।
পৃথিবীতে নেই কথা, আকুলতা
প্রেম-প্রীতি-ভালোবাসা, ভরা আশা
মুখে মুখে বিষ-কথা, বিষণ্ণতা
চোখে চোখে কপটতা, লোলুপতা
সর্বস্ব ভোগের লিপ্সা, প্রতিহিংসা
রক্তে রক্তে পর-অহিত, মিথ্যা কথা।
আজ
মাটিতে মিলাক মিথ্যা মদমত্ত ঔদ্ধত্য
অসংযমী মন সব হোক আজ সংযত
জাগুক বিবেক-বুদ্ধি চেতনায় হুঁশ
ঈশ্বরে বিশ্বাস আসুক মানুষে মানুষ
নত হোক যত মাথা তারই পদমূলে
সমর্পণ কর মন কল্পতরু তলে।