তার পরশটুকু পেলেই হবে
গহন রাতের দহন জ্বালা
সব সুদূরে মিলিয়ে যাবে।

ওই পরশে লোহার খণ্ড
সোনায় পরিণত হয়
পাপী-তাপী ভবসাগর
অনায়াসে করে জয়।

কৃপাসিন্ধুর ওই পরশের
যদি জোটে একটি কণা
ধন্য ধন্য মানব জন্ম
জুড়ায় সকল যন্ত্রণা।

ওই পরশই পেতে চাই  
স্মরণ-মনন-ধ্যান ক'রে
সুখ-শান্তি-আনন্দ
সবই তাতে নির্ঝরে।