তোমার খাই তোমার পরি
তোমার দেওয়া বুদ্ধি ধরি
তবু তোমায় চিনতে নারি
এ কী লীলা বলো
অন্তরেতে আছো সদাই
সবার হিয়ায় তোমারই ঠাঁই
তবু তোমায় দেখতে না পাই
কেন এমন ছল?
ভুলে যত আপন জনে
ছুটি যাতে তোমার টানে
তাই কি তুমি দাও না ধরা
সহজে মোর মনে
যতই দূরে চলে যাও
তোমার কথা ভুলিয়ে দাও
ততই অনুরক্তি বাড়ে
আসো পরাজ্ঞানে।