শুধু কি এই শরীর!
পৃথিবীর মনের নদীও আজ
থমকে দাঁড়িয়েছে
ভাবজড়তার অজস্র শৈবালদামে।
বৃত্তি-কীটের তীব্র দংশন
ক্ষত-বিক্ষত করেছে
তার সুকোমল মন।
অস্থির চিত্ত আজ শুধু
দেহসুখে উন্মন।
বে-লাগাম মন ছুটে চলেছে
লক্ষ্যহীন, অন্তহীন পথে
সর্বগ্রাসী দানবের মত
উদ্ভ্রান্ত দশাশ্ব রথে।
অসনে-বসনে-চলনে
নয়নে তার নেকড়ের ক্ষুধা
আহারে-বিহারে-ব্যভিচারে
অন্ধকারের অশুভ বুভুক্ষা।
যক্ষরোগের লেলিহান শিখা
গ্রাস করে চলেছে
সমাজের সর্বদিশা।
পুঁজিবাদের পৈশাচিক নখরে
ছিহ্ন-ভিন্ন সব অভীষা।
আজ মনের ওষুধ চাই
মন ভালো রাখার এক
নোতুন আদর্শ চাই।
অরুণ-আলোকে স্নাত
নোতুন এক সমাজ চাই।