নেশায় নেশায় নষ্ট নীড়, নষ্ট মন, নষ্ট মানুষ
নষ্ট বাসা, নষ্ট আশা, নষ্ট কলি সবাই বেহুঁশ।
ছোট বড় সকলে এই মরণ ফাঁদে পা যে দিলো
বিবেক ভুলে অকুল জলে অতুল জীবন ডুবে গেলো।
দখিন পাড়ার দীনু মাঝি সুস্থ দেহে সবল ছিলো
রোজ সন্ধ্যায় নেশা করে অসুখ ডেকে প্রাণ হারালো।
ইস্কুলের ওই সুরেন স্যার থাকেন সদা ভদ্র বেশে
সেদিন, পাড়ার মোড়ে পড়ে ছিলেন আলুথালু এলো কেশে।
বিপিন বাবু বিরাট নেতা বড় বড় বক্তৃতা দেন
রাত হলেই নেশা করে টলে টলে ঘরে ঢোকেন।
সুর্যকান্তের অঢেল ধন ঢালেন কিছু বদভ্যাসে
সকাল হলেই ধোপদূরস্ত কাপড় পরে অন্য বেশে।
শিবশঙ্কর সাধু না কি সাত  গাঁয়ের মানুষ চেনে
সজ্ঞানেই সমাধি যায় সিঁদুর চোখে গাঁজা টেনে।
কচি-কাঁচা কিশোরররা সব মত্ত এমন কঠিন নেশায়
যন্ত্রবৎ তাদের জগৎ মোবাইলেই রাত্রি পোহায়।
যুব সমাজ নায়ক ভেবে পূজো করে যে ছিঃচরণ
যাদের পথে এগিয়ে যেতে এক করে দেয় জীবন মরণ
তারা যে আজ নেশার দায়ে শেকল পরে যায় শ্রীঘরে
বাঁচাও বাঁচাও কে আছো গো মরলো সবাই, "হরে হরে"।