রাজাধিরাজ কৃষ্ণ তুমি আবার ধরায় এসো
মধুর বাঁশী বাজিয়ে আবার সবায় ভালোবেসো।
আজ, বসুন্ধরা বিষক্ষরা আকাশ বাতাস কলুষ ভরা
এই অন্ধকারায় আর কতদিন কাল কাটাবো বলো
এসো কৃষ্ণ এসো তুমি সরিয়ে সকল কালো।
বলেছিলে আসবে আবার প্রতীক্ষা শেষ হয় না আর
উন্মন মন অত্যুদ্বেল এসোগো আজ শুভংসার
তোমার অপার ভালোবাসায় সকল দুঃখ নেশো
ব্রজরাজ নন্দন আবার ধরায় এসো।
আবার, বাজাও বেণু চরাও ধেনু মনের মধুবনে
প্রাণে প্রাণে ঢালো আলো সদা সঙ্গোপনে
এসো কৃষ্ণ এসো তুমি ভক্তির প্লাবনে
মানস সরে প্রীতি ভরে ভেসো তুমি ভেসো
বিশ্বজনবল্লভ ধরায় নেমে এসো।