জ্ঞান-বিজ্ঞান যে যা বলুক
তুমি চাইলে সবই হয়
উলকা ঝরে মেরু দেশে
মরুভূমে তটিনী বয়।

পঙ্গু লঙ্ঘে গিরিশৃঙ্গ
অমানিশায় সূর্য জাগে
পাপিষ্ঠও তোমার ছোঁয়ায়
যায় তরে যায় সবার আগে।

তোমার ছবি মনে যদি
ধরে রাখি অষ্টপ্রহর
কণামাত্র কৃপাও পাই
সার্থক হয় জীবন যে মোর।