ভোরের ভৈরব বাউলের মধুগান
ছেলের "বাবা" ডাক কারও বা জয়গান
এ সব ভুলে আমি হারিয়ে যাই প্রিয়
তোমার মধুভাষে হারিয়ে যাই।
গ্রামের মেঠো পথ চাঁদের আল্পনা
শ্মশানে শবদাহ মোহের বিষফণা
এ সব রেখে আমি হারিয়ে যাই প্রিয়
তব অমল কান্তিতে হারিয়ে যাই।
বেগুনে কচি নিম খেজুর রসপুলি
শিকেয় তুলে রাখা মায়ের নাড়ুগুলি
এ সব ছেড়ে আমি হারিয়ে যাই প্রিয়
তোমার স্মৃতিরসে হারিয়ে যাই।
বরষা রজনী সুরভিসন্ধ্যা
বাতাসে বয়ে আসা রজনীগন্ধা
এ সব ফেলে রেখে হারিয়ে যাই প্রভু
তোমার সুরভিতে হারিয়ে যাই।
মননমণি এনে তোমার শ্রীচরণে
আমার এই আমি যতনে সঁপে দিই
হারিয়ে যাই প্রভু হারিয়ে যাই
তোমার বরাভয়ে হারিয়ে যাই।