আজ থেকে ঠিক একশ' বছর আগে
ধরায় ধরা দিয়েছিলে
ছন্দে সুরে রাগে।
বললে ডেকে সবায়--
আয়রে ছুটে আয়
গড়ব এক নোতুন সমাজ
নব্যমানবতায়।
কেউ শুণেছে কেউ শুণেনি
তোমার অমোঘ বাণী
ওতোযোগের আকর্ষণে
অনেককে নিলে টানি।
অন্তরালে অষ্ট প্রহর
কর্মে থেকে রত
এক এক করে গড়লে তাদের
পিঠে গড়ার মত।
সমাজ গড়ার যা কিছু চাই
সব কিছুই দিলে
বললে, চলো আলোর পথে
বিশ্ববাসী মিলে।
আজ একশ বছর পরও
ভাবিনি তোমার কথা
অন্ধকারেই ডুবে আছি
বুঝিনি তোমার ব্যথা।
তাই কি রুদ্র রূপে ধরে
মেতেছ সংহারে
ত্রাহ ত্রাহি রব উঠেছে
জগত সংসারে।
হে অপরূপ ধর শ্রীরূপ
অপার কৃপা কর
তুমি ব্রিহ্মা বিষ্ণু মহেশ্বর
সব কিছুই পার।
কোটি কোটি প্রণাম তোমায়
শুভ বুদ্ধি দাও
তোমার পথে হিতব্রতে
সকলকে বাঁচাও।
[কবিতাটি আমার পরম শ্রদ্ধেয় গুরুদেব শ্রীশ্রীআনন্দমূর্ত্তির শুভ জন্মদিন উপলক্ষে তাঁরই শ্রীচরণে সমর্পিত]