তব বিভঙ্গে অঙ্গে অঙ্গে
নাচে অণু-পরমাণু
কাঁচা কাঞ্চন কনকচম্পা
সেই রূপে নতজানু।
ওষ্ঠ-অধর প্রীতি-নির্ঝর
সুধাঝরা বাক-ব্যক্তি
মধুর সুবাস মধু উদ্ভাস
মধুর মোহন মূরতি।
অপলক আঁখি সেই রূপ মাখি
ধ্যানে ধরে তব স্মৃতি
তোমারি কাজে তোমারি মাঝে
গায় তব যশোগীতি।
তুমি যে ইষ্ট পরমাভীষ্ট
বিশ্ববাসীর লক্ষ্যধাম
এই শুভদিনে তোমার চরণে
ভক্তিপূর্ণ কোটী প্রণাম।