আমি তোমায় জড়িয়ে ধরবো যথাসাধ্য
তুমি আমায় জড়িয়ে রেখো, হে আরাধ্য।
আমার হাত ছেড়ে গেলেও তোমার হাত,
ছাড়বে না যে কোনমতেই ত্রিলোকনাথ।
বানর বাচ্চা নিজের হাতেই তার মায়েরে,
ধরে রাখে যখন সে যায় স্থানান্তরে।
বিড়াল ছানা ভরসা করে মায়ের 'পরই
কোন সময় তার যে তাই ভয় কিছু নাই।
বিড়াল ছানার মতই আমি তোমার বুকে
সঁপে দোব নিজের জীবন দিব্যলোকে।
আমি তোমায় জড়িয়ে ধরবো যথাসাধ্য
তুমি আমায় জড়িয়ে রেখো পরমারাধ্য।