প্রান ফিরেছে মরুর বুকে
বৃষ্টি হয়ে যখন এলে।
চোখ মেলেছে নতুন কুঁড়ি
নতুন জগৎ দেখবে বলে।

সময় বড় অস্থির হয়
তুমি আমার কাছে এলে।
গতি হারায় সময় আবার
তুমি ফের দূরে গেলে।

মুগ্ধতা আর নেই তো এখন
আকুল কেমন ছিলে আগে।
তোমার মনে বাস করে কে?
মনে আমার প্রশ্ন জাগে।

ভালোবাসায় ঘুন ধরেছে
বাড়ছে দিনকে দিন।
হিসেব দিলে চুকিয়ে দিব
ভালোবাসার ঋণ।

কত গুণে বাড়ছে যে ঘুন
জিজ্ঞাসি কার কাছে?
জগদীশ কি বলেছে কভু?
ঘুনেরও প্রান আছে!

৩রা এপ্রিল, ২০১৭
খুলশী, চট্টগ্রাম।