আকাশ বাতাস নিঝুম সবি
আঁধার গভীর শান্ত
গুনগুনিয়ে ঝিঝি পোকা
জোনাকিরা আলো নিয়ে ছুটে দূর দুরন্ত ।
রাতের এই অপরূপ রূপ
যেনো নতুন স্বর্গের আভা,
রাত যতই হোকনা গভীর
জোনাকিরা তার শোভা ।
স্বর্গ যে নিচে নেমেছে আজ
তাই নেই কোনো তার তুলনা,
দুহাতে আলো নিয়ে খুঁজছে জোনাকিরা
স্বর্গের সেই অজানা ঠিকানা ।
খুঁজে খুঁজে হয়রান
কোথায় যে সেই ঠিকানা,
এত আলো নিয়েও তারা
তবুও আজ রাতকানা।
রাত যে একা বসে
চুপি চুপি খেলছিলো চোখের জল,
জোনাকিরা এসে রাঙিয়ে দিলো
যেনো সতরুপার চোখে কাজল ।
মহামারী এই জগতে
কালো কালো অন্ধকার ,
ক্লান্ত এই পথচলা
অসহায় কেনো চিৎকার ।
যতসব দুঃখ জ্বালা
ক্লান্ত ক্লান্ত বেদনা,
সব একদিন শেষ হবে
পাই যদি খুঁজে ...স্বর্গের সেই অজানা ঠিকানা ।
যে অজানা দুনিয়ায় থাকবে শুধু নিরস্বর্থ ভালোবাসা,
সরল সততা, হাসির সৌন্দর্যতা , নিঃস্বার্থ মানবতা
আনন্দের মধুরতা..,
সেই অপূর্ব সুন্দর জগতের চাই মুক্ত দুয়ার ।
কোথায় যে তার শেষ পরিচয়
কোথায় যেতে হয় সেই সূচনা ,
দুই হাতে আলো নিয়ে ব্যস্ত তারা
খুঁজতে সেই অজানা পথের ঠিকানা ।।