মহাকাল নিতে আসবে আমায়
আমি হারিয়ে যাব;
আমাকে কোথাও পাওয়া যাবেনা।
জিন্দাবেস্তা-গ্রন্থসাহিব কিংবা আদিপুস্তকের নিয়মে নয়
আমাকে হারিয়ে যেতে হবে শুধু হারাবার নিয়মে।

তুমি হন্যে হয়ে ছুটবে পথের ধারে
একে ওকে জিজ্ঞেস করবে
কেউ আমাকে কোথাও দেখেছে কিনা;
হাটে-মাঠে-তল্লাটে  রোল পরে যাবে
কিন্তু কোথাও আমাকে পাওয়া যাবেনা।

হয়তো প্রদীপ হাতে খুঁজে ফিরবে ঘাঘটের বাঁকে বাঁকে
কাশবনের ফাঁকে অথবা ঘাঁসে
কোথাও ঘুমিয়ে পরেছি কিনা;
কিন্তু কোথাও আমাকে পাওয়া যাবেনা।

আমি হারিয়ে যাবো সাদা বরফের দেশে
বরফের কুটিরে বসে গাইবো গান
অজানা অচেনা কোনো সুরে।
সমুদ্রপারের দলবাঁধা পেঙ্গুইনদের ভীরে
আমায় খুঁজে নিও।

আমায় খুঁজে নিও নায়াগ্রার জলতরঙ্গে
সেথা জল হয়ে মিশে রবো আমি;
বহমান রবো শতকের পর শতক তোমার প্রতীক্ষায়;
জলের অবিশ্রান্ত নিমজ্জনে আমাকে খুঁজে নিও।

জলের গর্জনে উচ্চারিত হতে থাকবে তোমার নাম;
ভয় পেওনা আমার কন্ঠস্বর চিনে নিও।
চকিত পুলকভরে নির্বাক শুধু চেয়ে থেকো
আমাকে পাবে জলের নিমজ্জনে অথবা উদগিরনে।

পলাশ ফারাজী
ঢাকা, ৮ শ্রাবণ, ১৪২১ বঙ্গাব্দ।