জীবন, কিছু অযথা কালের অহেতুক পরিশোষণ-
কিছু অনাহুত মোহের ঘোরে
নিরন্তর বিলাসের বীজ বপন।

কাটলে ঘোর, সাঙ্গ হয় লীলা-মেলা
সহসা ফুরোয় বেলা—
পরে থাকে নিত্য দিনের হরেক সাকি,
বদ্ধ ঘরে একাকী জাগে পেয়ালা।

সময়ের তরণীতে বসে বয়ে যাওয়া
শুধু নিভৃত দহন—
এই বুঝি সাধের মানবজীবন !
আহা মানবজীবন !
প্রেতস্তব্ধতায় ডুবে থাকি প্রতিক্ষণ
আহা মানবজীবন !

আকাশের নীল যেমন মিথ্যে
তারো অধিক এই বাঁচা, এই যাপন।
তবু আঁখি ভরে দেখি   যত রং
                                যত সং
                                    যত ঢং
শুধু বলি সকলই ভেলকি
                          ভুল প্রত্যাক্ষণ।

দেখো যত আদিগ্রন্থ-ধর্ম-পথ-মত
                            সবি তথৈবচ।
এই যে জন্ম, বেঁচে থাকা, মৃত্যু
কিছুই নহে শৃঙ্খলিত, সবই আকস্মৎ।


পলাশ ফারাজী
[ঢাকা, ৬ শ্রাবণ, ১৪২১ বঙ্গাব্দ]