অশুভ কোনো বজ্রই ভেবো আমাকে।
ক্ষণেকের তরে এসে উন্মাদের মত
তোমাদের ভিটে-মাটিতে আগুন দিয়ে
নিমিষে পালিয়ে যাই;
কোন নষ্টের দেবতাই ভেবো আমাকে।
যদিও আমায় বানিয়েছিলেন দধীচি
নিজের অস্থি চিরে, মৃত্যুকে বরে;
সেথদের বিনাশের তরে।
অথচ পূর্বজন্মের কথা ভুলে
তাদেরি সাথে গঠেছি বসত;
চূর্ণ করেছি মুনির প্রতীতি-প্রেম।
আমি ভন্ড, ঘোর অকৃতজ্ঞ,
আমি বর্বর, আমি দানব,
আমি হিংস্র নিয়ান্ডারথাল
কিংবা আদিম মানবের কোন অপজাত !
ফুল ভেবে অযথা প্রেম খুঁজোনা আমাতে
বোধহীন টর্পেডোই ভেবো আমাকে;
সেটাই বড্ড বেশি মানানসই হবে ।
পলাশ ফারাজী
ঢাকা, ২৩ আষাঢ়, ১৪২১ বঙ্গাব্দ।