ঘৃণা, তুমি এভাবে আঘাত হেনোনা।
কারারক্ষী, আমার মহামুল্য
সময়গুলোকে এভাবে অধিগ্রহন করোনা।
শিকল, সে যে মৃত্যুর চেয়েও যন্ত্রণার;
আমায় মুক্তি দাও, মুক্তি দাও।
হে মানুষ, আমি এখনো প্রাণধারী
জিন্দেমরার মহড়ায় শবদেহের মত
বেঁচে থাকায় মগ্ন আছি।
ধিয়ান শেষে আমি ঠিক উঠে দাড়াবো,
আমায় মৃত ঘোষণা করোনা।
হে ধর্মাধর্ম, মৃতবিশ্বাস, পাপ
এভাবে আমাকে আর শরবিদ্ধ করোনা
আমি মৃত নই, আমি পাপ নই,
আমি গতিরাজ, আমাতে ভর কর,
কেননা, আমি-ই জগন্নাথের মহারথ;
তোমরা আমার সারথি।
পলাশ ফারাজী
ঢাকা, ২১ আষাঢ়, ১৪২১ বঙ্গাব্দ।