তোমার খঞ্জনগঞ্জন আঁখি
খুব করে মনে পরে প্রিয়,
তোমার ওষ্ঠভাঁজ, ললাটে খয়েরি টিপ,
খোঁপায় গোঁজা কোকোনদ
চোখ বন্ধ করলেই দেখি;
তোমার চুলের বনে এখনও আমি
বেড়াতে যাই অনুভবে।
ভুলে গেছো, আরো ভুলে যাও
আমার স্মৃতিকে চিতায় ভষ্ম কর—
কুশপুত্তলিকা জ্বালিয়ে দহন কর
আমার অবয়ব;
ক্ষোভের সর্বোচ্চ স্তরে আরোহন কর;
যাচ্ছেতাই কর।
শুধু জেনো, আমার নাভিমূল থেকে
নির্গত পদ্মে তোমার আসন;
তুমি আজো আমার লক্ষ্মী দেবী।
পলাশ ফারাজী
ঢাকা, ১৬ আষাঢ়, ১৪২১ বঙ্গাব্দ।