ভেজা শরীরে লেপ্টে যাওয়া বস্ত্রে,
ভেজা চুল, ভেজা তনুমন,
                       হিমশীতল উষ্ণতায়
ভেজা পবনের সাথে ভেজা আলিঙ্গন।

ঘুমন্ত নাগরিকের শিয়র ঘেঁষে
দশরথী স্বপ্নের ঝুলি কাঁধে
একখানা সিগারেট হাতে,
                        এই আষাঢ়ি রাতে
হেঁটে যায় বুভুক্ষু আদিম শিকারি একা,
প্রেম খুঁজে দ্বারে দ্বারে ঘুরে ক্লান্ত
একজন দন্ডধারী, ভুলমানব।


পলাশ ফারাজী
ঢাকা, ১৪ আষাঢ়, ১৪২১ বঙ্গাব্দ।