এমনো পাগলপারা ঘনবর্ষায়
তুমি নেমে এসো আষাঢ়ের জলপরী,
এই ভেজা শহরের তল্লাটে
নেমে এসো।
কঁচি কলাপাতায় নেমে এসো।
নেমে এসো প্রসূত ধানক্ষেতের
লিকলিকে সবুজ চারাগাছে।
মেঘ থেকে নেমে এসো তিলোত্তমা
আমার স্কন্ধের ভাঁজে পদ রেখে।
নেমে এসো বৃষ্টির ফোঁটায় মিশে
ভেজা ঘাসে।
আঙ্গিনায়।
কদমফুলে।
হৃদয়ের কর্দমাক্ত মাঠে ।।

পলাশ ফারাজী
[ঢাকা, ৭ আষাঢ়, ১৪২১ বঙ্গাব্দ]