কেন এমন হয় কেউ বলবে আমায় ?
মন যেথায় ভালবাসা পায় থেমে যায়।
আমি তো গৃহহারা, আমি তো মুসাফির
মায়া-শিকল তো আমায় শোভা পায় না।
আমি তো অমরার যাত্রী-
কেন বারংবার আমার এমন হয় ?
ভালবাসা কি তবে  কৃষ্ণগহ্বর !
মরুপথ মারিয়ে অবিরাম আমি হাঁটছি-
হাঁটতে হাঁটতে কত বার যে ভূলেছি পথ,
বুঝতে চেয়েছি বেদুঈন জীবনের স্বাদ।
যন্ত্রণার নিশ্চিম অন্ধকারে ডুবে-
নিজেকে হিটলার-চেঙ্গিস মনে হত,
তবুও ভালবাসা পেলে, শুধু ভালবাসা পেলে
আমি বিড়াল হয়ে যাই।
কেন এমন হয় কেউ বলবে আমায় ?