কোথায় ব্যাথা লুকোবো, জায়গা কই ?
হৃদপিন্ডের জঠর কানায় কানায় পূর্ণ,
আঁখিপট হতে তো উল্টো বেড়িয়ে আসে
নির্বাক ঝরনাধারার মত ।
সেরেব্রামের তাক ভারাক্রান্ত;
কোনো খুপরি ফাঁকা নেই।
কোথায় ব্যাথা লুকোবো, জায়গা কই ?
চেতনার জরায়ুতে দুঃখ-শিশ্নের ক্ষিপ্র ঘর্ষণে
এদের বেহিসেবি প্রজনন হচ্ছে।
বেগতিক হারে বাড়ছে ব্যাথাসংখ্যা;
ভূমিষ্ঠ হচ্ছে হরেক রকমের নবজাত—
সাদা ব্যাথা, কালো ব্যাথা,
উচ্চবিত্ত-মধ্যবিত্ত-নিম্নবিত্ত ব্যাথা ,
দুর্বল-পঙ্গু-তেজী-অক্ষম-পরাক্রমশালী ব্যাথা।
ছেড়ে আসার ব্যাথা, চলে যাওয়ার ব্যাথা,
নারী, প্রেম, পূজা ও অবহেলার ব্যাথা সমেত
কত কত রকম জাতের ব্যাথা
বেড়ে উঠছে মগজের গর্ভাশয়ে;
সেরেব্রাল হেমিস্ফিয়ারের ঘনবস্তিতে।
কোথায় ব্যাথা লুকোবো, জায়গা কই ?
ব্যাথানাশক বিষ,অথবা নিজেকে অবহেলা,
অথবা মৃতুঅবধি অজয়ার সাথে নির্মল সহবাস
এছাড়া আমার আর উপায় কই—
ব্যাথা লুকোবো, জায়গা কই?