বুকের নির্জন নগরীর নৈঃশব্দ পথে
হাত রেখে হাতে, অধরে অধর চুমে
নিজেকে হারায়ে দুজনে
জাবরকাটা ভালবাসার সুখের ঝিমে
ডুবে যাওয়া শরীর, ভ্রমশুন্য সংশ্রবে
আলতো পুলকে চেয়ে দেখি
সত্যের যবনিকা সরিয়ে আহ্লাদে;
ললিতে হাওয়ার মত বাঁক নিলো।
মগডালে তপস্যারত একটি পাখি
ডালভেঙ্গে ছিটকে মাটিতে পরে গেলে
এক সর্ববিনাশী খান্ডব শুরু হল
ললিতে ভয়াবহ ঝড়ে আকার নিল।
পাখিটির আষ্টেপৃষ্ঠে নীল মাখিয়ে
অগণিত ঘূনপোকার বাসগৃহে বিষ দিয়ে
ললিতের প্রেম মহাঘূর্ণিতে রুপান্তরিত হল।
হৃদপিন্ডে বড় বড় ঢেউ তুললো,
কৃত্রিম বজ্র হানলো বুকের আকাশে
অতঃপর সে বাঁক নিয়ে ঘুরে দাড়ালো;
ললিতে বদলালো।