এবার গাইবো অবসানের গান—
যেখানে তোমাদের পুনরুত্থান
ওরে , আমার সেইখানে অবসান। ।
যখন তোমাদের ধরনীতল
প্রণয়-ঢেউয়ে ছিল ছলছল
খেলত সেথা জোড়া হাঁসের দল
ছিল পাখিদের কলতান—
ওরে, আমার সেইখানে অবসান। ।

যখন তোমাদের হেলা-ফেলা
আমায় নিয়ে করে খেলা
সেখানেও মোর অবিরাম বসতি;
অবিনাশ তাজা প্রাণ—
ওরে , আমার সেইখানে অবসান। ।

এবার গাইছি নিজের গান
ভূলে সকল পিছুটান মানবিক,
ঝেড়ে সব অভিমান, ভৎসনা
সুর ও কবিতায় বাঁধি মন-প্রাণ;
প্রতিটি ছন্দ-ধ্বনিতে মোর অবস্থান—
ওরে , আমার সেইখানেই অবসান। ।

ঝলসানো পুর্ণিমা রাতে,
গভীর রাতের মধ্য ঘাঘটে
দাড়বাঁধা নৌকায়,
হারুন মাঝির ভাবনার আকাশ জুড়ে
পাপ ও বিষাদের পুনরুত্থান—
ওরে ,আমার সেইখানে অবসান। ।

খমক, জুরি, বাঁশি ও একতারায়
উঠলে বেঁজে মরমী তান—
নেশাতুর চোখে, পরম আবেশে
কর নিজেকে সমর্পণ;
ওরে ,আমার সেইখানে অবসান। ।

শীতল সমীরের মাতাল ধাক্কায়
ঢেউ ও নৌকা যখন
প্রেম হয়ে যায়; জলজ লীলায়,
প্রণয় আবেশে নৌকা-পৃষ্ঠদেশে
ঢেউয়ের করুণ আহ্বান—
ওরে ,আমার সেইখানে অবসান। ।

বাঁজে  প্রেমতরঙ্গে মহামিলনের শঙ্ক
প্রণয়ের মহাউত্থান—
চাঁদ নেচে যায় নবোধারাজলে
যেন গহন প্রেমে মগ্ন ধরণী;
হঠাৎ রাত্রির প্রস্থান—
ওরে ,আমার সেইখানে অবসান। ।