কারে তোমরা জীবন বল প্রিয়,
কালো ম্যানগ্রোভের শ্যাওলাময়
পিচ্ছিল পথ মারিয়ে নিরন্তর ছুটে চলা,
সেকি গাঢ় অন্ধকার ! পোকার গোঙ্গরানিতে-
ক্ষণে ক্ষণে পা ফসকে হাবুডুবু ডোবার জ্বলে
ফের উঠে ফের চলা ঠিকানা বিহীন
একে কিভাবে মহামূল্য বল?
হরেক রকম জীবদের উদ্বেলিত আর্তনাদে
ঘন ঘন কেঁপে ওঠা বুকে দারুণ ভয়
এই বুঝি উঠলো পাগলা তুফান,মহাঘুর্ণী।
একে তোমরা কিভাবে জীবন বল?
এমন ভয়াল রাত্রি বুকে বয়ে চলা অন্তহীন-
একে তোমরা কি করে মহাপ্রাপ্তি ভাবো!
এ তো সাদা অতি, অতি মলিন,
ধূলি-ধূসর এক অস্তবেলার মত
যেন খালি-ফাঁকা-শূন্য-অলীকে লীন।