দশটি দিক মারিয়ে, তেরটিরো বেশি নদী,
অনেক গুলি সমুদ্দুর,
দুই মেরু, এমন কি পৃথিবীর কক্ষপথ অবধি
কোথাও যখন কিছু নেই-
খাঁ খাঁ শুন্য ভেতর ও বাহির জুড়ে
জননী তোমার সান্ত্বনাগীত বাজে মৃদুস্বরে।

যখন খুব নিশিতে বুকটাতে চৈত্র নামে;
দুঃখের পোড়া গন্ধ নাকে বাজতে থাকে-
প্রেম,দুঃখ, অভিশাপের দন্দ্বে যখন  
চেতনার দেহ হতে খসে পড়ে বস্ত্র-
জননী তোমার দুঃখভোলানো গান মনে পরে।

স্মৃতির সেল হাতরে কোথাও একটি পবিত্র স্মৃতিও যখন নেই
তখন ভাবনার ভগ্নকুঠিরে আচমকা জ্বলে ওঠে সিগনাল বাতি।
নিজেকে যখন দুঃখ ও পাপ মুক্ত করতে যাই-
জননী তোমায় মনে পরে। খুব করে মনে পরে।