আমি একটি ঝুলন্ত শার্ট
ঝুলে আছি সাতাশটি বছর ধরে।
ক্ষয়িষ্ণু আমার শরীর
ক্ষয়ে যাচ্ছে পাঁজর
ঝুল আস্তরণে
পোকা-মাকড়ের বসতি হয়,
দিনভর কাটাকুটি-কাটাকুটি
অসংখ্য কাটাকুটির ক্ষতচিহ্ন
আমার বুক পকেটে
স্মৃতির ধুল জমে আছে
হাতায়, কলারে।

আমি একটি ঝুলন্ত শার্ট
ঝুলে আছি হ্যাংগারের ডানায়
গত সাতাশ বছরের ইতিহাস হয়ে।