আমার ধর্ম মরে, কর্ম মরে
আশায় বাঁধা বুক মরে
সাজানো স্বপ্ন মরে
কেবল আমিই মরি না
চোখ ভরা ব্যথা মরে না।
আস্তিক মরে নাস্তিক মরে
বিভেদের বিবাদে বর্ণ মরে
কেবল কোন মানুষ মরে না।
দুরন্ত গতির নিচে
বারন্ত কৈশোর মরে
ছুটন্ত চাকায় পিষে
অনাহারি পেট মরে
অবহেলিত ফুটপাথ মরে
কেবল দাঁতেলের হাসি মরে না
মুখের ওপর ভন ভন করা মাছি মরে না।
গভীর রাতে খুব গোপনে
সতীচ্ছেদে কিশোরীর দেহ মরে
কালো পিচের রাস্তায়, গলির কোণে
আতঁধ্বনির চিৎকার মরে
রাজপথে লেলিহান শিখা মরে
পুড়ে যাওয়া গন্ধ মরে
কেবল সিংহাসনের লড়াই মরে না
ক্ষমতার দাপট মরে না
কালো চশমায় ঢাকা
অন্ধ রাষ্ট কিছুই দেখে না।
সম্মানিত মাননীয়,
আজ খোলাসা করে বলেই দেন না!
আমার আত্মার আত্মীয়র খুনের
আমার সম্পর্কের করুণ মৃত্যুর বিচারে
আমাকেও কি রাজত্বে বসতে হবে?
হে সুপ্রিয় মাননীয়,
আপনার ক্ষমতার ললাটে
যে রক্ত মিছিল ধূলায় লুটে
আপনার রাক্ষুসি সিংহাসনের নিচে
যে জীবনগুলো পিষতে থাকে
তারা একদিন ঠিক বেড়িয়ে আসবে
প্রতিশোধের নেশায় তারাও অন্ধ হবে
শোষণের শাসকদের মত ইতিহাস
একদিন আপনারও ধ্বংস রটাবে।