হৃদয়

লিখছি শিরোনামহীন এক ক্ষুধাতুর গান।
মাঘ গেল, পৌষ এলো
আসছে রমজান।
চারিদিকে শুনি এখন তেল নাকি দাম।
বসন্তও চলে গেল, এলো ফাগুন
তেলের বাজারে নাকি লেগেছে আগুন।

তেল অনেক উপকারী
রান্নায় খুব দরকারি।
আরো অনেক কাজে লাগে
সরকারী খাতে
বাজারে এখন যাওয়া যায় না
পেয়াজের ঝাজে।  
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
কি ক্ষতি তাদের
তারা তো পায়
বেতন ভাতা সরকারি খাতের।
সব বোঝা এখন
মধ্যবিত্তের কাঁধে।