কুকুরের মতো স্বভাব কার?
অন্যে তে লেলিয়ে মুখ সে কয়,
সব ব্যাটা গোল্লায় যাক।
আমারটা আমারই থাক।
এত টুকু উদরে তার
কত কি পুরে!
কিছু কিছু ক্ষেত্রে সে,
বারো ঘরে মুখ ভরে।
ঘোলাটে স্বভাব তার
হিংসায় জ্বলতে থাকে
রাজ শুকুনিরা যখন উঁৎ পাতে
শিকারে।
রাস্তার পাশে দেখি পড়ে আছে
মরা গরু
শুকুনিরা আসে তেড়ে
খাবো আজ সবাই সরো।
কিন্তু হয় উল্টো টা,
কুকুরের দল এসে
তেড়ে এসে হেকে বসে ।
কে রে তোরা?
শকুনিরা ভয়ে ভয়ে
পথটা যে ছাড়ে।
নইলে খবর আছে
কপালে আছে কাল।
কামড়ে করবে নয়তো
কুকুররা বেহাল।
ঠিক এই রকম স্বভাবের
এক দল লোক আছে।
সমাজের আশে পাশে।
যেন রাজ্যের রাজা।
বাকি সব প্রজা।
এদেরই হলো কুকুরের হিংসুটে স্বভাব
সর্বস্ব লুটেও যারা দেখায় শুধু অভাব।