সঙ্গ দাও
হৃদয়

যদি কখনো একাকিত্ব অনুভব করো
প্রকৃতিকে সঙ্গ দাও।
প্রকৃতি তোমায় প্রাণ ভরে বরণ করে নিবে।
সবটুকু ভালোবাসা তুমি কেবল
প্রকৃতির অপার সৌন্দর্যের প্রেমেই খুঁজে  পাবে।

যদি কখনো অন্ধকারে পতিত হও
পুর্ণিমার চন্দ্রালোকিত স্নিগ্ধতায় নিজেকে নিমজ্জিত করো।
যখন পুরো পৃথিবী তোমার জীবনকে অন্ধকারে নিমজ্জিত করতে চাইবে।
তখন চাঁদ নিঃস্বার্থভাবে তোমায় একরাশ স্নিগ্ধতার আলোয় আলোকিত করবে।

যদি কখনো নিঃসঙ্গ দিন কাটাও
যাও মৎস্যদের  সম্মেলনে ,  নদীর ধারে কিংবা পুকুরের পাড়ে
তাদের সাথে খেলা করো।
দেখবে তোমার সব সংকোচতা, সংকীর্ণতা ,  নিঃসঙ্গতা  মুহূর্তেই  কেটে যাবে।

যদি কখনো জীবনে চলার পথে নিজের প্রতি বিশ্বাস হারাও
সু-উচ্চ পাহাড়,  আকাশ,  মেঘেদের পানে তাকিয়ে দেখবে।
তখন দেখবে নিজের  প্রতি বিশ্বাস ফিরে আসবে।

জীবনে চলার পথে কখনো যদি
হোঁচট  খেয়ে পড়ে যাও
উঠে দাঁড়াবে।  কেননা তুমি থেমে থাকলে শুধু তুমিই থেমে থাকবে।
তখন তোমার জন্য কেউ দাঁড়ানো তো দূরের কথা
ফিরে ও তাকাবে না।