আম্মু কে খুব মনে পড়ছিল।
আর অল্পক্ষণের মধ্যেই আমার মন টা খারাপ হয়ে গেল।
যেন আমার জীবন ছেঁয়ে গিয়েছে কঠিন এক দূর্ভিক্ষে,
কি যেন একটা হারিয়ে ফেলেছি।
জীবনের স্রোতস্বিনী নদী যেন শুকিয়ে গেছে।
আর জীবন টা এখন যেন খাঁ খাঁ মরুভূমির ন্যায় অন্তঃসারশূন্য হয়ে গেছে।
এসব কথা ভাবতে লাগলাম আর একটু প্রশান্তি খুঁজছিলাম।
আর আমার প্রশান্তি ছিল" নীরব কাঁন্নায়"
তাই একটু কেঁদে নিলাম। মুহুর্তেই মন টা একটু হালকা হলো।
একটা কথা প্রায়ই শোনা যায় যে " পুরুষ মানুষ সহজেই কাঁদে না"। আমি জানি না কথা টা কতটা সত্য।
তবে আমার মনে হয় পুরুষ মানুষ গুঙিয়ে গুঙিয়ে কাঁদতে পারেনা ঠিকই কিন্তু তারা নীরব কাঁন্নায় বেশ পটু।
পুরুষরা কাঁন্নাকে লুকিয়ে ও হাসতে জানে। তাই তাদের বাহির থেকে সহজেই বোঝা যায়না।
আমাকে যখনই কেউ হাসতে দেখবেন।
বুঝে নিবেন আমার হাসির অন্তরালে একটু হলেও কাঁন্নার ছাপ আছে। আমি কাঁন্নাকে লুকিয়েই হাসি।