আঁখি জলের তাড়নায় হৃদয়ে আসে বাণ
ভরসা কেবলই এখন বিরহের গান।
প্রিয়তমার বদনখানা করে মখমল
ভাবনার প্রতিফলনে করে আঁখি ছলছল।
আমার সবটুকু স্মৃতি তে তুমি বহমান
রয়ে যাবে তুমি হয়তো মরণে ও সমান।
দূর্ভিক্ষে ছেঁয়ে গেছে আমার চার পাশে
তুমি নেই তাই ব্যথা আজ বুকের বাঁ পাশে।
আমায় করে দিয়েছো তুমি অতিশয় পর
চলে গিয়েছো দূরে, রেখে একলা ঘর।
তুমি হীনা এ হৃদয় বাঁচে কি করে?
তোমায় হারিয়ে আজ সযত্নে মরে।
ওগো তুমি কোথা আছো?
একটু ফিরে আসো
আদর সোহাগে আমায় একটু ভালোবাসো।
রিক্ত হৃদয় আজ করে হাহাকার
একটু এসে দেখে যাও না,
"মা"আমায় একবার।
কতটা নিঃস্ব আজ আমি একেলা।
দুঃখের ভেলায় চড়ি বেলা-অবেলা
সব কিছু হয়ে গেছে স্মৃতিতে বিলীন।
বক্ষব্যাধি তে আজ হয়েছি মলিন।