অস্তিত্ব সংকট
হায়!
যদি চন্দ্রও হতাম,
একটা স্বকীয়তা থাকত আমার।
হোক সে কলঙ্কের দাগ।
তবুও তো আমাকে নিয়ে রচিত হতো
কাব্যের কবিতা, গীতিকার সুর, গানের মাতম।
কিন্তু না আমি কেউ না।
আমি কলঙ্কিত চন্দ্র নই৷
আমি জ্যোৎস্নাময় চন্দ্র নই।
আমি দানব নই,
আমি হিংস্র নই,
আমি কেউ নই,
আমি অস্তিত্বহীন
বিলীয়মান এক মানব।