আজকে যাদের হৃদয়ভরা কালো।
করিতেছে আমায় তিরস্কার ।
তাহারাই করিবে আলোকিত আমায়,
করিবে সবে নমস্কার।
তাই আজ আমি ছুটে চলেছি
আমার স্বপ্নের পথে,
ছুটে চলেছি নিরন্তর, নিরবচ্ছিন্ন
শুধু তোমাকে পাবো বলে " ঢাবি"।
তোমায় নিয়ে কত কথা
কত গাঁথা, রঙিন প্রচ্ছদে লিখেছি৷
তোমায় পাবার আকাঙ্ক্ষায়
আমার মস্তিষ্কের প্রতিটি স্নায়ুকোষ আর
নিউরনে শিহরণ জেগে উঠে৷
তুমি আমার রক্তকোষের
লোহিত কণিকা, শ্বেত কণিকা আর অণুচক্রিকায় প্রবাহিত হও প্রতি মুহূর্তে ।
তুমি আমার স্বচ্ছ হৃদয়ের জানালায়
স্বপ্নের উজ্জ্বল প্রদীপ জ্বালিয়ে দিয়েছো!
আজ সেই শিহরণে আমার
মন কেবল তোমাকেই চায়।
তোমাকে পাবার আশায় আমি ব্যাকুল।
আমার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠে
শুধু তোমারই বাস।
তুমি আর আমি যেন অভিন্ন সত্ত্বা।
তোমাকে পাবো এই আশায়
প্রতিনিয়ত কঠোর পরিশ্রমে
নিজেকে ইস্পাতের মতো গড়ে তুলছি।
তোমাকে পাওয়ার জন্যে,
আমি মহা গ্রাভিটেশনাল ফোর্সকেও
ছাড়িয়ে যাবো।
সমুদ্রের অতল গহ্বরের,
মারিয়ানা খাতও পাড়ি দেবো অনায়াসে।
আজ আমার কাছে,
কোনো কিছুই অসাধ্য নয়।
শুধু তোমাকে পাবো বলে -"ঢাবি"
আমি তোমায় নিয়ে শত গল্প লিখি।
একদিন তুমি আমার
স্বপ্নসারথির বাহক হবে ।
আমি হবো তার বাহন।
পরিচিতি - হৃদয় ভুইয়া।
পড়াশোনাঃ এইচ এস সি পরীক্ষার্থী -২০২২।
প্রতিষ্ঠানঃ বাংলাদেশ বিমান বাহিনী কলেজ চট্টগ্রাম।
বিভাগঃ মানবিক।