সব কিছুরই না একটা সীমা আছে জানিস নয়নতারা?
যখন সেটা ছাড়িয়ে যায়!
তখন তাকে মাত্রাতিরিক্ত বলে আখ্যায়িত করা হয়৷
আমিও না মস্ত বড় একটা সীমালঙ্ঘনকারী।
মাত্রাতিরিক্ত ভালোবেসেছিলাম বলে
অজস্র ধারায় আজ চোখের অশ্রু ঝড়াচ্ছিস।
শোন!
আমার চোখের জলের ও না সীমাবদ্ধতা আছে।
যখন এটা ও মাত্রাতিরিক্ত হয়ে যাবে
দেখিস আমার প্রেম পূর্ণ হৃদয়টা মরে রিক্ত, সিক্ত, রক্তদিন হয়ে যাবে!