কার তরে জাগিয়াছ তুমি দীঘল রজনী?
কারে তুমি দিয়াছো তোমার প্রিয় ধরণী?
যে তোমারে দিয়াছে বিষাদ ব্যাথার বাণ।
তবুও তুমি গাও আজ ভালোবাসার গান।
তোমারে ছাড়া যার দিন কেটে যায় বেশ
কেন তুমি তাহার চিন্তায় হচ্ছো আজ শেষ।
ভুলে যাও বন্ধু, ভুলে যাও আজ তারে
যে তোমারে আকস্মিক না মেরে
অতি আদরে ভালোবাসার ছলনায় মারে।
সে নহে তোমার হে বন্ধু সে নহে তোমার।
তার মনেতে বাস এখন অন্য জনার।
ভুলে যাও তারে আজ ভুলে যাও আজ
আগুনে পুড়ে পাবে না কিছু তুমি
যে সেজেছে আজ মিথ্যার সাজ।