মনে পড়ে কবিতা,
সেদিন যখন কেউ থাকেনি,  
এই ক্ষত বিক্ষত হৃদয়ে,
শূণ্যতার হাহাকার নিয়ে,
গুমরে গুমরে খুব কেঁদেছিলাম।
সেদিন শুধু তুমি ছিলে।
কবিতা,  
তুমি জানো,  
আমি কেমন আছি।
হৃদয়ের কোমল শরীরে
সঞ্চারিত শত ব্যাথা,  শত বেদনা,
আমি সকলের কাছ থেকে লুকিয়ে রাখলেও
তুমি আমায় ঠিকই বুঝেছিলে,  
সীমাহীন কষ্টে পাথর হয়ে যেন
আমি কষ্ট না পাই তাই সেদিন
তুমি আপন ভেবে আমায় সঙ্গ দিয়েছিলে।
কবিতা,  
মনের গহীনে ডুবে থাকা
কিছু কথা,  কিছু ব্যাথা
আজ আমি বলতে পেরেছি তোমায়।
আজ বুঝতে শিখিয়েছো,
কি করে নিজেকে পরিবর্তন করতে হয়,  
কিভাবে কষ্ট কে লুকিয়ে ভালো থাকা যায়।
কিভাবে জীবনের সাথে যুদ্ধ করে বাঁচতে হয়।
কিভাবে জীবন কে উপলব্ধি করতে হয়।
তুমি আমার কাছে এক বড়ো সত্য কবিতা।
তুমি আমার চিরকালের শখা হয়ে থেকো।