আজ বাংলাদেশটা যেন বাতাসে ঝুলছে।
মানুষের ভাগ্য কি একটু ও খুলছে?
উন্নতির দোহাই দিয়ে
কোটি টাকার লুটপাটে
একদল আছে যারা বড়লোক হচ্ছে।
প্রসঙ্গ যখন টিসিবি পথে - ঘাটে গাড়ি,
জীবিত এক লাশ ঝুলছে সে কিন্তু নারী।
খাবারের খনি পেতে একটু আহাজারি।
"বাজান, একটা প্যাকেট দিয়া যান,
নয়তো মোরে নিয়া যান "।
মরে গেলে তবেই গাইবো
নারী দিবসের গান।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
সিন্ডিকেটরা কোটিপতি।
সরকারি আমলারা
হেসে তাই কুটি কুটি।
আজ বাংলাদেশ টা বাতাসে ঝুলছে।
মানুষের ভাগ্য কি একটু ও খুলছে?