প্রিয়,
টিউলিপ
এ পৃথিবীতে ব্যাস্ততা বলতে কিছুই নেই।
সবই নির্ভর করে গুরুত্ব দেয়া না দেয়ার উপর। ঠিক নয় কি?
একটা মানুষ কে যখন আপনি মাত্রাতিরিক্ত গুরুত্ব দিবেন। ঠিক তখন আপনার দূরত্ব টা ও মাত্রাভেদ করবে।
কথায় আছে না " গুরুত্ব দিলে দূরত্ব বাড়ে।"
আমি আজ তা হারে হারে টের পাচ্ছি!
আমি আপনাকে বেশি গুরুত্ব দিতাম বলেই
আপনি আমায় এত টুকুও কাছে টেনে নিতেন না!
আপনাকে যখন ই ভালোবাসার কিংবা একটু কাছে আসার অনুনয়, বিনুনয় করতাম।
আপনি আমায় তখন ব্যস্ততার সংজ্ঞা শোনাতেন।
আসলে প্রিয়,
ব্যস্ততা বলতে কিছুই ছিল না
যা ছিল তার সবটুকুই অবহেলা ,গুরুত্বহীনতা , দূরে ঠেলে দেয়ার অভিনয়।
আপনি অবশ্য একজন ভালো অভিনেত্রী ও ছিলেন বটে!
কত মিথ্যা অভিনয় করতেন, কত নাটকীয় ভঙ্গিতে অভিনয় করতেন।
ভালোবাসার, রাগের অভিমানের আর ও কত কি!
আমি আপনার অভিনয়ের অভিনেতা হতে পারিনি!
অভিনয়ে আমার চরিত্র ছিল খুবই নগন্য।
কারণ আপনার অভিনয়ের জালে বার বার ফেসেছি।
আর সইতে না পেরে এখন উন্মাদ হয়ে কেবল হেসেই যাচ্ছি।
ইতি,
তিক্ত মাকল
©হৃদয় ( সুহৃদ )