অর্থ নিগড়ে,
       আমরা সবাই বন্দি।
       অভাবে পড়ে আটি,
       নানা রকম ফন্দি।
      
       কেউ কিনে বাড়ি, গাড়ি,
       হয়ে উঠে হন্য।
       গরীবের পেটে লাথি মেরে,
       হতে চায় ধন্য।

       কোথায় গেল সাম্যবাদ,
       স্বাধীনতার সংজ্ঞা?
       অর্থ লোভে চড়া হয়ে,
       গরীব কে দাও দাঙ্গা।

       ঘুষ খেয়ে ফ্ল্যাট কিনে,
       সরকারি আমলা।
       বলে এসব লাভ নাই,
       উচিত কথার ভাত নাই।
      
       কিছুদিন পর পর,
       কেন হয় লুটপাট।
       দেশের টাকা করে,
       বিদেশেতে বাজিমাত।

       ব্যাংকের টাকা গুলো
       কে করে আত্মসাৎ?
       কমবে না,  কমছে না
       টাকা চোরের উৎপাত।

       এসবের কথা শুধু,
       আছে কমন সেন্সে।
       সরকারি কথাগুলো,
       ফিউচার টেন্সে।

       চেয়ে দেখো রাস্তাঘাট,
       অলিগলি ফুটপাত।
       সব জায়গায় ঘুরছে,
       চাঁদাবাজ রাজাকার।

       লোভ সামলাও!
       লোভ সামলাও!
       দাও হাত বাড়িয়ে,
       পিছু পা ছাড়িয়ে
       কাঁধে কাধ লাগিয়ে,
       দেশ সামলাও।